নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২১
০৮:৩১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২১
০৮:৪৫ অপরাহ্ন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে সিলেটের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।মামলা অপর আসামি করা হয়েছে নাহিদ রেইনসকে।
আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এ মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেম আবেদনটি গ্রহণ করে আগামি ১৫ ডিসেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপি নেতা এ টি এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, আদালত মামলার এজাহার গ্রহণ করে ১৫ ডিসেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেছেন।’ ফয়েজ বলেন, ‘সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানভীর আক্তার খান বাদী হয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলার আবেদন করেছেন। আমরা আশা করছি, মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন।’
মামলার বাদী তানভীর আক্তার খান বলেন, দায়িত্বশীল পদে থেকে মুরাদ হাসান যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তা পুরো নারী জাতির জন্য অবমাননাকর। এমন বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে আমি মামলা করেছি। আদালত ২০০ ধারায় আমার বক্তব্য গ্রহণ করেছেন এবং ১৫ তারিখ আদেশের জন্য ধার্য্য করেছেন।’
সম্প্রতি নাহিদ রেইনসের ফেসবুক পেজ থেকে লাইভে এসে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে 'অশালীন' মন্তব্য করেন মুরাদ হাসান। এতে সমালোচনার ঝড় ওঠে। এরপর এক নায়িকার সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এনিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। গত মঙ্গলবার পদত্যাগ করেন মুরাদ।
গত বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়ের মুরাদ। কিন্তু কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।