সবাইকে একযোগে দেশের উন্নয়নে কাজ করতে হবে

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৩, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২১
০১:২৪ পূর্বাহ্ন



সবাইকে একযোগে দেশের উন্নয়নে কাজ করতে হবে
মুন্সিপাড়ায় অনুষ্ঠানে মো. ইশফাক আমীন চৌধুরী


আমিরিকায় ইরিক কান্ট্রি বোর্ড অব ইলিকশনে নিউ ইয়র্কে প্রথম বাংলাদেশী সরকারী নির্বাচন কমিশন আফিসার মো. ইশফাক আমীন চৌধুরী (ডালিম) বলেছেন, নিউ ইয়র্ক সিটি কাউন্সিল এবং সিটি মেয়র পদে বাংলাদেশী কমিউনিটি নেতাদের প্রতিদ্বন্দ্বীতা করা এখন সময়ের ব্যাপার। প্রচুর সম্ভবনাময় বাংরাদেশী সন্তানেরা সেই মানসিকতায় গড়ে উঠেছে। 

সিলেট নগরের ৩ নং ওয়ার্ডের মুনসীপাডার শামসুল ইসলাম চৌধুরী খোকনের একমাত্র ছেলে সম্প্রতি মুন্সিপাড়া এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যাক্ত করেন। 

ডালিম ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে পারি জমান। ২০১৮ সালে প্রথম বাংলাদেশী হিসেবে ইরিক কান্ট্রি বোর্ড অব ইলিকশনে যোগদান করেন! তিনি বলেন যুক্তরাষ্ট্রে বাঙ্গালীদের এখন সময়  আরো বেশি করে আমেরিকার পলিটিক্সের সাথে নিজেদের দ্রুত জড়িত করা। স্থানীয় কমিউনিটি ও সে দেশের উন্নয়নে ভূমিকা রাখা। তিনি সবাইাকে একযোগে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। 

এএন/০২