'চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়া হবে'

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৩, ২০২১
০৭:০২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২১
০৭:০২ অপরাহ্ন



'চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়া হবে'

করোনাভাইরাসের টিকাকে আরও কার্যকর করতে চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এতে অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা। সে জন্য সুরক্ষা অ্যাপও আপডেট করা হবে।

সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে অনলাইনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১১ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। চলতি মাসে আরও দেড় থেকে দুই কোটি টিকা দেওয়া হবে।

ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটারের উদাহরণ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ভ্যারিয়েন্টে মৃত্যুর হার কম হলেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ এটা ছড়ায় বেশি।’

বৈঠকে প্রধানমন্ত্রী ওমিক্রন সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়েও জানতে চান। সে সময় শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার সংখ্যা বাড়াতে নির্দেশনা দেন তিনি।

এখনও ভ্যাকসিন যারা নেননি, তাদের টিকা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। তারা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আরসি-০৭