জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীর কাছে পাথর উত্তোলন করতে গিয়ে এক বারকি (অস্থায়ী পাথর শ্রমিক) শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লী গ্রামের শহিদুল ইসলামের ছেলে হযরত আলী (৩০)।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জীবিকার টানে পাথর উত্তোলনের জন্য আসেন হযরত আলী । পাথর উত্তোলনের জন্য পানির নিচে পাথর তুলতে ডুব দিলে উপর থেকে মাটি ভেঙ্গে পড়ে পানির নিচেই তিনি চাপা পড়েন । দীর্ঘ সময় অতিবাহিত হলে তার সঙ্গে থাকা কয়েক জন শ্রমিক সন্দেহ করেন কোন বিপদ হলো কিনা। পরে সঙ্গে থাকা এক বারকি শ্রমিক তার খোজ নিতে গিয়ে দেখতে পান, তিনি মাটির চাপ পড়েছেন। তিনি উপরে এসে বিষয়টি অন্যান্য বারকি শ্রমিকদের জানায় । পরে কয়েকজন বারকি শ্রমিক ডুব দিয়ে নিহত হযরত আলীর মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, কিছুদিন পূর্বে পাথরখেকো ইমরান হোসেন সুমন উরফে জামাই সুমনের প্রভাব বিস্তার করে ইসিএ ভূক্ত এলাকায় এই গর্ত করে বোমা মেশিন বসিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল ৷ এক সপ্তাহ আগে প্রশাসন অভিযান চালিয়ে বোমা মেশিন ধ্বংস করে। এরপর থেকে গর্তের পানিতে ডুব দিয়ে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কাজ চলছিল।
এ বিষয় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, ‘জাফলংয়ের ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে হযরত আলী নামের এক বারকি শ্রমিক নিহত হয়েছেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল কেরা হয়েছে। ‘
আরকেএস/আরসি-১৫/এএফ-০১