জুড়ী প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২১
০১:৪৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২১
০১:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বেড়ে গেছে গরু চুরি। একে একে গ্রেপ্তার হচ্ছেন গরু চোর। এদিকে গরু চুরির অভিযোগে একটি গরুসহ তিন গরুচোরকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশের একটি দল।
রবিবার (১২ ডিসেম্বর) রাতে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন গরু চোরদের সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের তরমুজ আলাীর ছেলে সোহেল মিয়া (২৮), বিরানতলা গ্রামের মৃত মরম আলীর ছেলে নিমার আলী (৩৩), পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব বড়ধামাই গ্রামের আতাউর রহমানের ছেলে সাহাব উদ্দিন (২৬)।
এসময় চুরি হওয়া একটি গরুও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুটির মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে তিন গরুচোর গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর ৮/১২/২১। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এইচআরকে/আরসি-২২