সিলেট চেম্বারের সভাপতি নির্বাচন নিয়ে উত্তেজনা, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৪, ২০২১
০৩:৪১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
০৮:০২ পূর্বাহ্ন



সিলেট চেম্বারের সভাপতি নির্বাচন নিয়ে উত্তেজনা, পুলিশ মোতায়েন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচন নিয়ে চেম্বার ভবন এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি প্রার্থীর মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে নগরের জেলরোডস্থ চেম্বার ভবন সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  


আজ সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান,  অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চেম্বার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই প্যানেল থেকেই সমান সংখ্যক পরিচালক নির্বাচিত হওয়ায় সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতা নিরসনে দুই প্যানেলকে নিয়েই আজ সোমবার বিকেল থেকে রুদ্ধদ্বার বৈঠক করছেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা। কিন্তু রাত ১০টা পর্যন্ত কোনো সমঝোতায় আস সম্ভব হয়নি। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনে আপোষে আসার চেষ্টা করছে দুই প্যানেল। এনিয়ে দুই প্যানেলের মধ্যে নানামুখী সমঝোতার চেষ্টা চলছে।

দুই প্যানেল থেকেই সভাপতি ও সহ-সভাপতি নিজেদের প্রার্থী তালিকা রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। সভাপতি পদে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে আবু তাহের মো. শোয়েব, তাহমিন আহমদ ও ফালাহ উদ্দিন আলী আহমদের নাম দেওয়া হয়েছে। অন্যদিকে, সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে আব্দুর রহমান জামিলের নাম জমা দেওয়া হয়েছে।

আরসি-২৫