ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
০৭:৫৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
০৭:৫৫ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে পুলিশ প্রশাসনের উদ্যোগে গৃহহীন কলি রানীর নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ।
সোমবার সকালে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের পুরকায়স্থপাড়া গ্রামে নির্মানাধীন ঘর পরির্দশনে আসেন পুলিশ হেডকোর্য়াটারের ডিআইজি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) মো. মাহবুবুর রহমান ভুঁইয়া বিপিএম (বার), ডিআইজি (ওয়েলফেয়ার) মো. রুহুল আমিন বিপিএম, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট প্রজেক্ট) মো. আলমগীর কবির পিপিএম এবং সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।
এসময় তাদের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইলাম এবং ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন। পরিদর্শনকালে তারা নির্মাধীন ঘরের চারদিক ঘুরে দেখেন এবং কাজের মানসহ স্থানীয় সহায়তা নিয়ে প্রকল্পের অতিরিক্ত কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
জানা যায়, ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের পুরকায়স্থপাড়া গ্রামের কলি রানী সূত্রধর পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রিত ছিলেন। দীর্ঘদিন পূর্বে ২ শতাংশ জায়গা ক্রয় করলেও সাধ্য না থাকায় নিজের জায়গায় ঘর নির্মাণ করতে পারছিলেন না। পুলিশ প্রশাসনের উদ্যোগে তার সেই ভূমিতে একটি বসত ঘর তৈরি করে দেয়ার উদ্যোগ নেয়া হয়। ঘরটির জন্য ২লাখ টাকার বরাদ্দ থাকলেও স্থানীয় ভাবে সহযোগিতা নিয়ে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে ঘরটি নিমার্ণ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, পুলিশ প্রশাসনের উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
ইউডি/আরসি-১১