গোয়াইনঘাট প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
১০:৪০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
১০:৪০ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক কনফারেন্স হল রুমে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তামিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাটের কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিপ) সুশান্ত কুমার দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবুল কাশেম ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সোলেমান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।
সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন, ১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
এম এম/বি এন-১১