নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২১
১১:০৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের উপর আরোপিত বহিস্কারাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাবেলের আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন উচ্চ আদালত।
বিষয়টি নিশ্চিত করে রাবেলের আইনজীবী ব্যারিস্টার চৌধুরী মোর্শেদ কামাল টিপু। তিনি বলেন, বহিস্কারাদেশ ছয় মাসের জন্য স্থগিতের নির্দেশনা দিয়েছেন আদালত। তবে নির্দেশনার কপিটি এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি।
তিনি জানান, হাইকোর্টের ২৭ নম্বর কোর্টের বিচাপতি মো. খছরুরজ্জামান ও বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদারের ডিবিশন বেঞ্চ মঙ্গলবার দুপুরে তাঁর মেয়র পদের উপর আরোপিত স্থগিতাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। এর প্রেক্ষিতে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে বহাল থাকতে রাবেলের আর কোনো আইনি বাধা নেই।
রাবেলের পক্ষে অন্য আইনজীবীরা হলেন অ্যাডভোকেট খান উজ্জল ও অ্যাডভোকেট শাহ নাবিলা কাশফি।
আরসি-১৪