শাবিপ্রবি প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো পেশাদারী কাউন্সেলিং এর উপর 'কাউন্সেলিং জানা: একটি ভূমিকা" সম্পর্কে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর)শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কাউন্সেলিং প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, উপ-অধ্যক্ষ শাহানা আহমেদ চৌধুরীসহ চল্লিশের অধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা, বিভিন্ন কৌশল, পর্যায়, কিভাবে প্রফেশনাল কাউন্সিলিং দেওয়া হয়, একটি কাউন্সিলিং সেল গড়ে তুলতে কি কি প্রয়োজন, শিক্ষকগণ এর কি কি দক্ষতা গ্রহন করলে একজন কাউন্সিলর হিসাবে ভূমিকা রাখতে পারবেন এসব বিষয় ছিলো এ কর্মশালার মূল উদ্দ্যেশ্য ছিলো।
এসময় অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, এই প্রশিক্ষণ কর্মশালাটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ছিলো। আমি মনে করি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাড়াছা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ এইরকম কর্মশালার মাধ্যমে কাউন্সিলিং সেল গড়ে তুলা সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।
এইচএন/আরসি-২০