রাজনগর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
০১:৫৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
০১:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনের এক সদস্য পদপ্রার্থীর মৃত্যু হয়েছে। নিহত ঐ সদস্য প্রার্থীর নাম হারুনুর রশিদ হারুন (৪৯) বলে জানা গেছে।
তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ছিলেন । তার নির্বাচনী প্রতীক ছিল আপেল। তিনি চড়কারপাড় গ্রামের মুক্তিযোদ্ধা রফিক মিয়ার ছেলে।
নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক গণমাধ্যমকে তার মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৩ ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে হারুনুর রশিদ হারুন খাবার খাওয়ার সময় বুকে ব্যাথা অনুভব করলে তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১২ টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএফএইচ/আরসি-২১