কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

কানাইঘাট প্রতিনিধি


ডিসেম্বর ১৫, ২০২১
০৩:১২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২১
০৩:১২ পূর্বাহ্ন



কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় কানাইঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজিত হয়।

শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।

আব্দুল মোমিন চৌধুরী বলেন,  ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ২ দিন পূর্বে ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাঙ্গালী জাতিকে মেধা শূন্য করার জন্য দেশের বরেন্য সূর্য সন্তান, বুদ্ধিজীবি, কবি, সাহিত্যিক সাংবাদিক, শিক্ষকসহ মেধাবী সন্তানদের নির্বিচারে হত্যা জঙ্গে মেতে উঠে যাহা ছিল পৃথিবীর ইতিহাসে একটি জগন্যতম কলঙ্কিত অধ্যায়। শাহাদত বরণকারী এসব বুদ্ধিজীবিদের জাতি শ্রদ্ধার সঙ্গে সব সময় স্মরণ রাখবে। তাদের আত্মত্যাগকে ধারণ করে মুক্তিযোদ্ধের চেতনায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।

নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যার্নাজির সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার পরিচালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ আহমদ, সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, উপজেলা প্রকৌশলী আবু হানিফা, থানার সেকেন্ড অফিসার সোহেল আহমদ, বীর মুক্তিযোদ্ধা  সুবেদার আফতাব আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। 

এমআর/আরসি-২২