নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন
সিলেট শহরতলির মোগলাবাজার থানার হাজিগঞ্জ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত গুলজার আহমদ (১৮) মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের মৃত রেদওয়ান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা।
তিনি জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে ধরমপুর যাওয়ার রাস্তায় দুপুরের দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দু গাড়ির চালকই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার গুলজার আহমদকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে নিহত গুলজারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে মামলা হবে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শশধর বিশ্বাস
আরসি-০৮