গোলাপগঞ্জে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৭, ২০২১
০৫:৩৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২১
০৫:৩৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

বহিষ্কৃতরা হলেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাতাব উদ্দিন জেবুল, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম কবির উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গোলাপগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হলো। সংগঠনের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। 

আরসি-০২