ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২১
১০:৫২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২১
১০:৫৩ অপরাহ্ন
ওসমানীনগরে বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় এক শিক্ষক ও আওয়ামী লীগ নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
পুষ্পস্তবক অর্পণের সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে মারামারি শুরু হয়। উপস্থিত সাংবাদিক ও রাজনীতিক নেতৃবৃন্দের মধ্যস্থতায় উভয়কে মারামারি থেকে পৃথক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার তাজপুর ডিগ্রী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ধারাবাহিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
ফুল দিতে এসে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিপুল পুরকায়স্থের সাথে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি‘র সাধারণ সম্পাদক অজিত পালের ধাক্কা লাগে। এতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অজিত পাল বিপুল পুরকায়স্থকে কিল-ঘুষি মারতে থাকেন। পরবর্তীতে দুজনের মাধ্যে হাতাহাতি শুরু হলে উপস্থিত সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিক নেতাদের মধ্যস্থতায় তাদের নিবৃত করা হয়। পরবর্তিতে বিকালে উপজেলা আ’লীগ সভাপতি আতাউর রহমানের কার্যালয়ে বিষয়টি আপোষে নিষ্পত্তি হয়।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা বিপুল পুরকায়স্থ বলেন, শহীদ মিনারে ফুল দিতে গিয়ে অনেক লোকের জটলা থাকায় হয়তো শরীরের ধাক্কা কারো গায়ে লাগতে পারে। এ নিয়ে একজন শিক্ষক হয়ে অজিত পাল যা করেছেন তা মুর্খতার শামিল। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় নিস্পত্তি হয়েছে।
শিক্ষক নেতা অজিত পাল বলেন, আমাদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। বিষয়টি আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমানের কার্যালয়ে শেষ হয়েছে।
এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সাংবাদিকদের বলেন, শহীদ মিনার থেকে আমরা চলে আসার পর উক্ত দু’জনের মধ্যে মনোমালিন্য হয়েছে। আমরা তাদেরকে ডেকে এনে বিষয়টি সমাধান করে দিয়েছি।
ইউ ডি/বি এন-১০