সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ৩৬তম জেলা সম্মেলন আগামীকাল শনিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলে আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে প্রচার মিছিল বের করে ছাত্র ইউনিয়ন।
মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উল্ল্যাহ, সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, সহসভাপতি দীপঙ্কর সরকার, লাকি রানী দাস, সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, কোষাধ্যক্ষ তন্ময় পাল, সাংষ্কৃতিক সম্পাদক প্রদ্যুত দাস, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নিটু রঞ্জন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, সাধারণ সম্পাদক বিশাল দেব, এমসি কলেজের সভাপতি পঙ্কজ চক্রবর্তী জয়, মদন মোহন কলেজের সাংগঠনিক সম্পাদক সৈকত ভৌমিক, দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মিজু আহমদ কামরান, বিয়ানীবাজার উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সুজন দাস প্রমুখ।
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় সিলেট ক্বীন ব্রীজের পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও শিশু সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা তুষার কর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি লুনা নূর, বর্তমান সভাপতি মো. ফয়েজ উল্ল্যাহ।
আরসি-১৩