ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২১
০৮:২১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২১
০৮:২১ অপরাহ্ন
সার্ক হোমিও মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও আজাদী সমাজ কল্যাণ সংঘ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি হোমিও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ ডিসেম্বর ) সকাল ১১টায় নগরের মিরবক্সটুলায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রাশেদ আহমদ।
ক্লাবের সভাপতি আব্দুল কাহিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কাউন্সিলর(সংরক্ষিত) শাহানা বেগম শাহানা, রাগিব রাবেয়া হোমিও মেডিকেলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা.শৈলেন্দ্র কুমার দাস, প্রভাষক নার্গিস সুলতানা চৌধুরী ডা. হিরন মোহন বিশ্বাস ও দৈনিক সিলেট মিররের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শহিদ আহমদ চৌধুরী ।
আজাদি সমাজ কল্যান সংঘের সহ সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ টিটুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েছুর রহমান, ডা. রুমানা খানম, স্বর্ণালী প্রশিক্ষণ কেন্দ্রর পরিচালক নাসিমা বেগম, ডা. শফিকুর রহমান, ডা. রনি চন্দ, দেবব্রত দত্ত চৌধুরী, ইফতেখার শামিম, প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ আহমদ বলেন, পরিবেশের বিভিন্ন বিপর্যয় এবং মানুষের নানা রকমের অনিয়মের কারণে রোগ-ব্যাধি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে। হোমিওপ্যাথি একটি প্রাচীন চিকিৎসা ব্যবস্থা। হোমিওপ্যাথি ব্যবস্থা দীর্ঘস্থায়ী তবে ফলপ্রসূ চিকিৎসা।
তিনি বলেন, অন্যান্য চিকিৎসা ব্যবস্থার পার্শ্বপ্রতিক্রিয়া আছে এবং সামান্য ভুলত্রুটিতে অনেক প্রাণ ঝরে যেতে পারে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই আমাদের সবাইকে হোমিওপ্যাথি চিকিৎসা নেয়া দরকার এবং এতে মানুষকে উদ্বুদ্ধ করা জরুরি।
এস সি/বি এন-০৭