জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২১
১০:০৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২১
১০:০৯ অপরাহ্ন
ঐতিহ্যবাহী জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নব গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে জৈন্তাপুর ইরাদেবী মিউজিয়াম বাড়ী মাঠে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. হায়দার আলীর সভাপতিত্বে ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলামের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন আহমদ, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউপি আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, আব্দুস শুক্কুর (নেতা শুক্কুর), জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, সহ সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. রেজওয়ান করিম সাব্বির, আমিরুল আলম, আব্দুল মন্নান, আব্দুল্লাহ আল মামুন, পুর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, বরকত আলী, আব্দুল হাই, ফটিক চন্দ্র দে, হাফিজ নুরুল ইসলাম, ইউপি সদস্য জালাল উদ্দিন, হারুনুর রশিদ, শওকত আলী, সাবেক ইউপি সদস্য আব্দুস শুকুর, সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন সহ জৈন্তাপুর স্টেশন বাজারের বিভিন্ন শ্রেনী পেশার ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
শপথ পাঠ করেন নির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সহ-সভাপতি মুসকত আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম হেলেন, অর্থ সম্পাদক মাসুক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য ইলিয়াছ জাবেদ আফাং ও বিলাল হোসেন।
আর কে/বি এন-১১