নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৯, ২০২১
০৩:৪০ পূর্বাহ্ন
আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলটির অনেক নেতা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া বহিষ্কারও হচ্ছেন অনেকে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪ ইউনিয়ন নেতাকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান (তুতা), মাথিউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তিলপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বিবেকানন্দ দাস ও আওয়ামী লীগ সমর্থক এবং লাউতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গৌছ উদ্দিন।
আরসি-০৯