কবির আহমদ, কোম্পানীগঞ্জ
ডিসেম্বর ১৯, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৯, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিজয় দিবস ও সাধারণ ছুটিসহ তিন দিনের সরকারি ছুটি হওয়ায় ঢল নেমেছে এই পর্যটনকেন্দ্রে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভোলাগঞ্জ সাদাপাথরের নৌকাঘাট, দোকানপাট ও মূল স্পটে হাজার হাজার পর্যটকের ভিড় দেখা গেছে। ছবি-সেলফিতে আনন্দ উদযাপন করছেন পর্যটকরা।
চট্টগ্রাম থেকে বেড়াতে আসেন মনির হোসেন। তিনি বলেনন, ‘মাত্রাতিরিক্ত পর্যটকের কারণে নৌকার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। অনেকে নৌকা না পেয়ে পায়ে হেটে স্পটে যাচ্ছেন। আবার অনেকে জাফলং চলে যাচ্ছেন।’
মাঝি হোসেন মিয়া বলেন, ‘গত শুক্রবার ৫ থেকে ৬টি খেপ পেয়েছিলাম। কিন্তু এই শুক্রবারে পর্যটক বেশি হওয়ায় সকাল থেকে বিকাল পর্যন্ত ১০টি খেপ পেয়েছি।’
পর্যটনকেন্দ্রের ফটোগ্রাফার জিহাদ আলী বলেনন, ‘সরকারি ছুটির দিনে প্রচুর পর্যটক আসেন। এতে আমাদের ইনকাম বৃদ্ধি পায়। বৃহস্পতি, শুক্রবার দুইদিন হাজারও পর্যটকের ভিড় ছিল।’
কসমেটিক্স ব্যবসায়ী রাজু মাহমুদ বলেন, ‘গত কয়েক মাসে এত পর্যটক আসেনি। বৃহস্পতিবার ও শুক্রবার পর্যটক বেশি আসায় আমাদের বেচা-বিক্রি বেড়েছে। করোনাকালে দোকান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে আশা করি তা পুষিয়ে নিতে পারব।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল সিলেট মিররকে বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসুরা জড়ো হয়েছিলেন ভোলাগঞ্জ সাদাপাথরে। কেউ বা পরিবার পরিজন নিয়ে আর কেউ বা বন্ধু-বান্ধবের সঙ্গে। পর্যটকদের নিরাপত্তায় পুলিশ কাজ করে যাচ্ছে। নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পর্যটকরা ভ্রমণ সম্পন্ন করেছেন।’
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মেঘালয়ের কোলঘেঁষা পর্যটনকেন্দ্র সাদাপাথর। স্বচ্ছ শীতল জল আর সারি সারি পাথরে এ যেন এক অপরূপ সৌন্দর্যের আধার এই পর্যটন কেন্দ্রকে ঘিরে পর্যটকদের আগ্রহ সারাবছরই থাকে। তবে সরকারি ছুটির দিনে পর্যটকদের সংখ্যা থাকে বেশি।
সকাল থেকেই শহর থেকে বিভিন্ন মাধ্যমে হাজার হাজার লোকজন ভিড় করে এই পর্যটন কেন্দ্রটিতে। সারাদেশের হাজারও পর্যটকের পদভারে মুখরিত হয়ে ওঠে নয়নাভিরাম এই পর্যটনকেন্দ্র। সিলেট নগর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে হওয়ায় খুব সহজেই এখানে আসা যায় বলে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে এটি বেশ জনপ্রিয়।
আরসি-১৮