সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক সন্ধ্যা’ সম্পন্ন

সিকৃবি সংবাদদাতা


ডিসেম্বর ১৯, ২০২১
০৬:২৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২১
০৬:২৮ পূর্বাহ্ন



সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক সন্ধ্যা’ সম্পন্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের বার্ষিক আনন্দানুষ্ঠান ‘শিক্ষক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক প্রনজিত কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষক সন্ধ্যায় বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

এরপর সাংস্কৃতিক পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের সহধর্মিণী ও সন্তানদের আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে অনুষ্ঠান।

সর্বশেষে নৈশভোজ ও র‍্যাফেল ড্র এর মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

আরসি-০৪