ইউরোপে বিদ্যুৎগতিতে ওমিক্রন ছড়াচ্ছে

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৯, ২০২১
০৬:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২১
০৬:৫৩ পূর্বাহ্ন



ইউরোপে বিদ্যুৎগতিতে ওমিক্রন ছড়াচ্ছে

ইউরোপে ওমিক্রন ভ্যারিয়েন্ট বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে এবং ফ্রান্সে আগামী বছরের শুরুর দিকে আধিপত্যশীল হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স।

যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ভ্রমণ বিধি-নিষেধ আরোপের কয়েক ঘণ্টা আগে শুক্রবার তিনি এই মন্তব্য করেন।

ওই অঞ্চলে যুক্তরাজ্যেই এখন পর্যন্ত সবেচেয়ে বেশি ওমিক্রন রোগী পাওয়া গেছে। শুক্রবারও দেশটিতে ১৫ হাজার মানুষের ওমিক্রন শনাক্ত হয়েছে। মহাদেশজুড়ে স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের নতুন ঢেউ সামলানোর প্রস্তুতি নিচ্ছেন।

সংক্রমণের ঢেউয়ের লাগাম টানতে চাওয়া জার্মানি, রিপাবলিক অব আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস সরকার শুক্রবার নতুন করে অতিরিক্ত বিধি-নিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ইউরোপে ইতোমধ্যে ৮ কোটি ৯০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ লাখ।

ওমিক্রনের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে নেদারল্যান্ডস। এ বিষয়ে জরুরি বৈঠক করেছেন দেশটির নীতিনির্ধারকরা। বৈঠকে বিশেষজ্ঞদের একটি প্যানেল পূর্ণাঙ্গ লকডাউনের আহ্বান জানিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

মিসরে প্রথম তিনজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাঁরা সবাই বিদেশ থেকে এসেছেন। তাঁদের একজনের হালকা উপসর্গ রয়েছে। বাকি দুজনের কোনো উপসর্গ নেই। গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, তাঁরা আফ্রিকায় এক কোটি ৫০ লাখ টিকা পাঠাবেন। 

পর্তুগাল ও ডেনমার্ক গতকাল থেকে শিশুদের টিকা দেওয়া শুরু করেছে। ফ্রান্স জানিয়েছে, তারা আগামী সপ্তাহ থেকে শিশুদের টিকা দেওয়া শুরু করবে। 

কানাডা গত শুক্রবার জানিয়েছে, তারা আফ্রিকার ১০টি দেশ থেকে আসা ভ্রমণকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। তবে তারা পরীক্ষার বিষয়টি আবার চালু করছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে দক্ষিণ আফ্রিকাসহ ১০টি দেশ থেকে ভ্রমণকারীরা আজ রবিবার থেকে কানাডায় ঢুকতে পারবেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওমিক্রনের বিস্তারের গতি ধীর করতেই তাঁরা নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এখন এই নিষেধাজ্ঞার কোনো প্রয়োজন নেই।

আরসি-০৭