নগরের নাইওরপুল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৯, ২০২১
০৫:০৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২১
০৫:০৩ অপরাহ্ন



নগরের নাইওরপুল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরের নাইওরপুল এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, নাইওরপুল এসএ পরিবহন কার্যালয়ের পাশে পরিত্যক্ত পশু প্রজনন কেন্দ্রে এ ঘটনা ঘটে৷ সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধা করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে৷ ঘটনাস্থলে সিআইডি সদস্যরাও উপস্থিত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেট মিররকে বলেন, 'নাইওরপুল এসএ পরিবহন কার্যালয়ের পাশে পরিত্যক্ত পশু প্রজনন কেন্দ্র থেকে গলায় ফাস দেওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডিও কাজ করছে। তবে কেন এই ঘটনা ঘটেছে তা নিয়ে এখনি কিছু বলা যাবে না।,

তিনি আরও বলেন, 'নিহত স্থানীয় কেউ না। তার নাম পরিচয় পাওয়া যায়নি।'

এনএইচ/আরসি-১২