বিয়ানীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২১
০৭:৩১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৯, ২০২১
০৭:৩১ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে চার চেয়ারম্যান পদপ্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতা, মাথিউরা ইউনিয়নের বিদ্রোহী ট্রার্থী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম বাবুল, তিলপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিবেকানন্দ দাস এবং লাউতা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ গৌছ উদ্দিন।
জেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক জেলার বিয়ানীবাজার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলের গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা অনুযায়ী ওই চারজনকে বহিস্কার করা হয়।
বহিষ্কার হওয়া তিলপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিবেকানন্দ দাস বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে দলের জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক ত্যাগ রয়েছে। জনগণের চাপেই তিনি নির্বাচন করছেন। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, দলীয় পদে থেকে যারা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব ধরনের পদ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় পদে থেকে যাঁরা নৌকার বিরুদ্ধে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাঁদের সর্তক করা হয়েছে।
এস এ/বি এন-০২