জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২১
০২:৫০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন
ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে আলোকচিত্রী প্রতিযোগিতায় জৈন্তাপুর উপজেলার দুই সাংবাদিক গোল্ড মেডেল লাভ করেছেন। জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবুল হোসেন মো. হানিফ এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট মিরর প্রতিনিধি মো. রেজওয়ান করিম সাব্বির এ কৃতিত্ব অর্জন করেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ঢাকা শিল্পকলা একাডেমির চিত্রশালায় “ইয়াং ফটোগ্রাফি প্যানেল অব বাংলাদেশ (ওয়াইপিপিবি)” কর্তৃক ৪র্থ বর্ষসেরা আলোকচিত্রী ২০২০ প্রতিযোগিতা আয়োজিত হয়।
সেই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির চারটি গোল্ড মেডেল অর্জন করে দেশসেরা দ্বিতীয় স্থান লাভ করেন এবং আবুল হোসেন মো. হানিফ একটি গোল্ড মেডেল লাভ করেন।
শিল্পকলা একাডেমির চিত্রশালায় অনুষ্ঠানের বিচারক সুদীপ্ত সালাম, সম্মানিত অতিথি জয় কে রায় চৌধুরী, সাহদাৎ পারভেজ এবং ইয়াং ফটোগ্রাফি প্যানেল অব বাংলাদেশ (ওয়াইপিপিবি) ফাউন্ডার সিইও সাকিবুল ইসলাম লিসানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
রেজওয়ান করিম সাব্বির বিগত ২০০৯ সাল হতে সাংবাদিকতা করে আসছেন। বিগত ২০১৯ সাল হতে সাংবাদিকতার পাশাপাশি আলোকচিত্রী হিসাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে একাধিক পুরস্কার লাভ করেছেন। আবুল হোসেন মো. হানিফ সাংবাদিকতার পাশাপাশি ২০১৯ সাল থেকে ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসাবে কাজ করছেন।
তাদের এই কৃতিত্ব অর্জনে জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটির ফাউন্ডার সহকারী অধ্যাপক ও বিপিএস ফেলোশীপ মো. খায়রুল ইসলাম বলেন, তাদের অর্জন গুলো শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ফাটোগ্রাফির মাধ্যমে বিশ্ববাসীর কাছে জৈন্তাপুর উপজেলাকে তুলে ধরেছে। সাব্বির করোনার সময়ে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) এর ২য় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘এবিপি’তে অংশ নিয়ে ‘বিপিএস-সিএম’ পদক অর্জন করে। আমি তাদেরকে জৈন্তাপুরবাসীর পক্ষ হতে শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছি।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম বলেন, আলোকচিত্রীদের কাজ অত্যান্ত ব্যয় বহুল এবং চ্যালেঞ্জিং একটি বিষয়। তারা নানা প্রতিকুল পরিবেশের মধ্যদিয়ে আলোকচিত্র সংগ্রহ করে। তাদের এই ত্যাগের জন্য আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি। জৈন্তাপুর প্রেসক্লাবের দুই সাংবাদিক ঢাকায় আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫টি গোল্ড মেডেল অর্জন করায় জৈন্তাপুর প্রেসক্লাবের পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আরকেএস/আরসি-১৯