নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২১
০৩:১৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২১
০৩:১৭ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নিলুফা আক্তার নিলু নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বসতগৃহের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিলু উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের মামুন আহমদের স্ত্রী।
জানা গেছে, আজ বিকেলে কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন রায় এবং আব্দুল আহাদ ঘটনালে গিয়ে লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা সিলেট মিররকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে জানা যায়নি।‘ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
এএফ/০২