নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২১
০৩:২৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিলেট নগরের চৌহাট্টাস্থ সিংহবাড়ীর স্থপতি খ্যাতিমান আইনজীবী উপেন্দ্র নারায়ণ সিংহের দ্বিতীয় পুত্র স্থপতি অজয় নারায়ণ সিংহ আর নেই। আজ রবিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রবিবার রাত সাড়ে ১০টায় সিলেট নগরের চালিবন্দরে মহাশশ্মানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
তিনি দীর্ঘকাল দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সিলেটে সাম্প্রতিক দিনগুলোতে তিনি একান্ত অবসর জীবন যাপন করছিলেন। ব্যাক্তিজীবনে তিনি বিয়েথা করেননি।
মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেকের সভাপতি রবীন্দ্র অনুরাগী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট বিবেকের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৮ বাংলার সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাপেক্সিয়ান চন্দন দাশ, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার প্রমুখ।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ স্থপতি অজয় নারায়ণ সিংহের পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরসি-২০