জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২১
০৯:৪৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে হত দরিদ্রদের মধ্যে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় জৈন্তাপুর ঐতিহ্যবাহী ইরাদেবী মিউজিয়ান বাড়ীর সম্মুখে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামের হত দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী গ্রুপের অন্যতম পৃষ্টপোষক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসীনেতা মুজাম্মিল হক হেলালী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমদ, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান উপস্থিত ছিলেন। পরে অতিথিরা হত দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।
আর কে/বি এন-০৬