সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন
আনন্দ আর উৎসব মুখর পরিবেশে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি পালিত হয়েছে সিলেটে। আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সিলেট উপজেলা প্রশাসন ও সিলেটের বিভিন্ন এনজিও এর সমন্বয়ে এই পূর্তি অনুষ্ঠান পালিত হয়।
৫০ বছরের মাইলফলক ছোঁয়ার উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চলমান উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ডগুলো এলাকার জনগনের ভাগ্য পরিবর্তনে সহায়কের ভূমিকা পালন করবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মোছ. তাহমিনা বেগম বলেন, ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অত্র এলাকার হত-দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠির পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা, শিশু সুরক্ষা ও জীবন-জীবিকার মান উন্নয়নের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং এ উন্ন্য়ন কর্মকান্ডগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’
সিলেট এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার জাবির আহমেদ নোমানের সঞ্চালনায় সিলেট এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল দ্রং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দীর্ঘ ৫০ বছরের এ যাত্রায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করেন ।
আরসি-০৯