সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার ও দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের জন্য সুপারিশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
আজ সোমবার (২০ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া প্রার্থীরা হলেন, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান কাজী, জগদল ইউনিয়ন নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ও দিরাই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিবলী বেগ, তাড়ল ইউনিয়ন বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আকিকুর রেজা পুলিশ, শাল্লা হবিবপুর ইউনিয়ন নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস এবং শাল্লা সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু লেইস চৌধুরী।
কেন্দ্রীয় কমিটির কাছে বহিষ্কারের সুপারিশ করা প্রার্থীরা হলেন, দিরাই উপজেলা রফিনগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল আহমদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কার্যকরি কমিটির জরুরী সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাঁচ জনকে বহিষ্কার ও দুই জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
এসআরএ/আরসি-১৬