আন্ডারগ্রাউন্ড ক্যাবলে সমস্যা, অন্ধকারে সিলেটের চৌহাট্টা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২১, ২০২১
০৪:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
০৫:৩৬ পূর্বাহ্ন



আন্ডারগ্রাউন্ড ক্যাবলে সমস্যা, অন্ধকারে সিলেটের চৌহাট্টা

সিলেট নগরের আন্ডারগ্রাউন্ড ক্যাবলে ত্রুটির কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে চৌহাট্টাসহ কয়েকটি এলাকা। কখন বিদ্যুৎ ফিরবে তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন এসব এলাকার বাসিন্দারা। 

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের চৌহাট্টা, মিরবক্সটুলা, তাঁতিপাড়াসহ কয়েকটি এলাকা দুই ঘণ্টা ধরে বিদ্যুৎহীন। আজ সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে বিদ্যুৎ নেই বলে জানান এসব এলাকার বাসিন্দারা। 

নগরের মিরবক্সটুলা এলাকার বাসিন্দা ফ্রিল্যান্সার সুদীপ্ত শান্ত সিলেট মিররকে বলেন, মাঝেমধ্যেই বিদ্যুৎ যায়। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী থাকে না, কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসে। তবে আজ রাত সাড়ে ৯টায় বিদ্যুৎ গেলেও আর ফেরার নাম নেই। কখন ফিরবে তা নিয়েও আছি অনিশ্চয়তায়। কারণ আমার কাজ সব অনলাইনে। বিদ্যুৎ না থাকলে ওয়াইফাই চলে না, তখন কাজ  বন্ধ রাখতে হয়। কিন্তু এভাবে কতক্ষণ!

এ বিষয়ে জানতে চাইলে সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম সিলেট মিররকে বলেন, সিটি করপোরেশন নগরে ড্রেন সংস্কারের কাজ করছে। তাদের শ্রমিকরা ভুলবশত আঘাত করে ফেলে আন্ডারগ্রাউন্ডের ক্যাবলে। ফলে ক্যাবলে ত্রুটি দেখা দেয়। তাই ওভারহেড লাইন দিয়ে আমরা বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করছি। আশা করছি ঘণ্টা দুইয়ের মধ্যে বিদ্যুৎ ফিরবে। 

আন্ডারগ্রাউন্ডের সমস্যা নিরসন করতে সময় লাগবে জানিয়ে তিনি বলেন, আপাতত ওভারহেড লাইন দিয়েই চাহিদা মেটানো হবে। কারণ আন্ডারগ্রাউন্ডের সমস্যা সমাধান করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে। 

আরসি-২০