জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সেরা ৩১-এ এমসি কলেজের মোহনা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২১, ২০২১
০৭:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
০৭:৩৫ পূর্বাহ্ন



জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সেরা ৩১-এ এমসি কলেজের মোহনা

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১-এ দেশের সেরা ৩১ সংগঠনে জায়গা করে নিয়েছে এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন।

সোমবার (২০ ডিসেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’- এর পঞ্চম আসরে মোহনা সাংস্কৃতিক সংগঠনকে সেরা ৩১ হিসেবে মনোনীত করা হয়। আয়োজনে অংশগ্রহণ করেন সভাপতি ইমরান ইমন।

তিনি জানান, মোহনা এবারই প্রথম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করে এবং দেশসেরা ৩১ সংগঠনের মধ্যে জায়গা করে নেয়। প্রাপ্তির দিনে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনগুলোতেও সহযোগিতা কামনা করেন তিনি।

২০০৭ সালে সুস্থ ধারার বাঙালি সংস্কৃতি তুলে ধরার প্রত্যয় নিয়ে এমসি কলেজে ক্যাম্পাসভিত্তিক সংগঠন মোহনা যাত্রা শুরু করে। বছরব্যাপী নাচ, গান, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের প্রশিক্ষণ প্রদান করে সংগঠনটি।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য দেশব্যাপী আবেদন আহ্বান করা হয়, যা ৩১ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় ৭০০টির বেশি সংগঠন দেশ গঠনে তাদের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আবেদন করে। বিগত মাস জুড়ে এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে মূল পর্বের জন্য মনোনীত করা হয় তরুণদের ৩১ সংগঠনকে। তাদের মধ্যে ১৫ সংগঠনের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

আরসি-০২