গোলাপগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২১
০৭:০৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
০৭:০৭ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।
সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের সুন্দরী বেগমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সুন্দরী বেগমের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায়
৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় ।
কিভাবে আগুন লেগেছে জানা না গেলেও বাড়ির মালিক সুন্দরী বেগমের পরিবার দাবি করেছেন, পরিকল্পিত ভাবে কেউ তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে ।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে রায়গড় গ্রামের কুটি মিয়ার বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও নিমিষেই আগুনে বসতবাড়ি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আলী হায়দার।
এফ এম/বি এন-০২