ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন
অবশেষে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর পর এস এফ সি এল শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় নির্বাচনের তারিখ, ভোটার তালিকা তৈরি হালনাগাদের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে নির্বাচন কে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই ভোটারদের সামনে নিজেদেরকে প্রার্ধী হিসেবে তুলে ধরছেন।
সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন সিবিএর সহ সভাপতি নরুল ইসলাম জুয়েল,মো ময়নুল ইসলাম, দিদারুল হাসান সিহাব, রাজু আহমদে মুন্না। সাধারণ সম্পাদক পদে সিবিএর সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন ভুইয়া, আব্দুল মতিন এর নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য ২০১৬ সালের ১৫ জুন কারখানার সিবিএর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই কমিটির মেয়াদ উওীর্ণ হলে তারা দুই বার সময় বাড়িয়ে দায়িত্ব পালন করেন।
সোমবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে। এতে বলা হয় আগামী ১৬ জানুয়ারি সিবিএর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস সি/বি এন-০৬