কমলগঞ্জে মূর্তি ভাংচুর, গ্রেপ্তার ১

কমলগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২১, ২০২১
১১:২৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
১১:৩৭ পূর্বাহ্ন



কমলগঞ্জে মূর্তি ভাংচুর, গ্রেপ্তার ১

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে মূর্তি ভাংচুর মামলার এজাহারভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে র‌্যাব-৯, সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই আসামীকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃত আসামী উপজেলার মুন্সীবাজার মইদাইল গ্রামের মৃত কনা মিয়ার ছেলে হেকিম মিয়া (২৫)। হেকিম মিয়া হিন্দু ধর্মীয় অনুভুতিতে আঘাতের উদ্দেশ্যে মূর্তি ভাংচুরের মামলার এজাহারভূক্ত আসামী। তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান র‌্যাবের হাতে কমলগঞ্জ থানায় দায়েরকৃত মূর্তি ভাংচুর মামলায় এজাহারভূক্ত এক আসামীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

এসডিআর/বিএ-০১