বিয়ানীবাজারে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ানীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২২, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরায় সানজিদা ইয়াসমিন শাওন (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আত্মহত্যা করা ঐ কলেজ শিক্ষার্থী শ্রীধরা এলাকার ফয়জুল আলমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে বসতঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা স্পষ্ট করে কেউ জানাতে পারেনি। তবে আত্মহত্যার কারণ নিয়ে এলাকাজুড়ে নানাকথা আলোচিত হচ্ছে। যদিও অষ্টাদশী তরুণী সানজিদার আত্মহত্যা নিয়ে পরিবার ও প্রতিবেশিদের কেউ মুখ খুলছেন না।

এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মিয়া জানান, আত্মহত্যার ঘটনার নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসএ/আরসি-০৮