ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২১
০৪:৪১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২১
০৪:৪১ পূর্বাহ্ন
‘বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা’ এই স্লোগানকে সামনে সিলেটের ওসমানীনগরে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বিজ্ঞান মেলা। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিজ্ঞান মেলা ১০টি স্টলে তারা তুলে ধরছেন বিজ্ঞান ও প্রযুক্তির নানান ধরণের মডেল।
ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান মেলায় অর্ধশতাধিক প্রকল্প নিয়ে হাজির হয়েছে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা। দুই দিনব্যাপী এ মেলা চলবে বুধবার (২২ ডিসেম্বর) পর্যন্ত।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। ‘বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা’ শ্লোগানে মেলায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত সেবা নিয়ে হাজির হয়েছে।
ওসমানীগনর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী। বিশেষ ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাঈন উদ্দিন, শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, ওসি (তদন্ত) মাকসুদুল আমীন, ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম।
এছাড়াও উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার, পল্লী উন্নয়ন অফিসারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী বলেন, ‘বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার বিবেচনায় আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিভিন্ন কারণে বিজ্ঞান ও গণিত শিক্ষায় ছাত্ররা আগ্রহ হারাচ্ছে। ফলে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। তাই সরকারের রূপকল্প বাস্তবায়নে এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে।’
সভাপতির বক্তব্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সেজন্য আমরা স্কুল ও কলেজ পর্যায়ে এ মেলার আয়োজন করেছি। এ সকল মেলার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে।
আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের বানানো নানান ধরণের আবিষ্কারের মডেল দেখেন।
ইউডি/বিএ-০৭