ওসমানীনগরে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ২২, ২০২১
০৪:৪৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২১
০৪:৪৫ পূর্বাহ্ন



ওসমানীনগরে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে ওয়েভ ফাউন্ডেশন’র আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ওসমানীনগর উপজেলা পরিষদ সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আব্দুল মতিনের সভাপত্বিতে ও ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটরউক্ত সাইফুর রহমান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কমকরতা নীলিমা রায়হানা। বিশেষ অতিথি ছিলেন,  সহকারি কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর উপজেলার প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মজিদ, উপজেলা  তথ্যসেবা কর্মকর্তা  রুহানী আকতার, এফএস ঈসমাইল আলী । 

এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজকর্মী, ডাক্তার, ইমাম, প্রতিবন্ধি, দলিত জনগোষ্ঠীর ব্যাক্তিবর্গ। 

অনুষ্ঠানে প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী কারা, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর শাহজাহান মিয়া। 

পরবর্তীতে উপস্থিত সবার ঐক্যমতে আব্দুল মতিনকে সভাপতি, সহ সভাপতি লিলুউর রহমান পংকি, মুক্তা পারভিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদকেসহ ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। 

পিছিয় পড়া জনগোষ্ঠীকে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত, হিজড়া ও প্রতিবন্ধী) ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই কমিটি।

ইউডি/বিএ-০৮