গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২২, ২০২১
০৭:০২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২১
০৭:০২ অপরাহ্ন



গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির ।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মুল্যবোধ শীর্ষক অনুষ্ঠানে তাঁকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করা হয়।

এদিকে সিলেটে বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ও স্বীকৃতির স্মারক তুলে দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালীভাবে বক্তব্য রাখেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ।

এফ এম/বি এন-০১