বড়লেখায় উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মশালা

বড়লেখা প্রতিনিধি


ডিসেম্বর ২৩, ২০২১
০৮:০৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২১
০৮:০৭ পূর্বাহ্ন



বড়লেখায় উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মশালা

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস’ স্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি সংস্থা সিএনআরএস’র সূচনা প্রকল্পের সহযোগিতায় বৃহ¯পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়ক সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। 

স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের জেলা সমন্বয়ক সৌরভ কান্তি রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব। এ সময় সূচনার পুষ্টি কর্মকর্তা আল আমিন ও উসমান গনি, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস ও নুরুল আহমেদ মামুন, জিসিডিও অসীম চন্দ্র, ইউনিয়ন সমন্বয়কারী তালেব উদ্দিন ও নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ.জে/বি এন-০৫