বালাগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২১
১০:৩৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২১
১০:৩৫ অপরাহ্ন
ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষার্থীদের নতুন নিয়মে লেখাপড়া করানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য একশোটি স্কুল-মাদরাসার তালিকা করেছে সরকার।
ওই তালিকায় সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় শাহ মাকসুদ শাহ মনির উদ্দিন (র.) হাফিজিয়া দাখিল মাদরাসাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাইলটিং এ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণে অংশগ্রহণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রতিষ্ঠান প্রধানগণের কাছে অতি সম্প্রতি চিঠি প্রেরণ করা হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত¡াবধানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ এর আলোকে প্রণীত ষষ্ট শেণির পরিমার্জিত শিক্ষাক্রমের উপযোগিতা যাচাই কার্যক্রম পরিচালনা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মপরিকল্পনা অনুসারে শিক্ষাবর্ষ-২০২২ অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে দেশব্যাপি নির্বাচিত এসব শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হবে।
এই কার্যক্রম পরিচালনা কর্মসূচিতে অন্তর্ভুক্ত সালে প্রতিষ্ঠিত বোয়ালজুড় শাহ মাকসুদ শাহ মনির উদ্দিন (র.) হাফিজিয়া দাখিল মাদরাসায় বর্তমানে ১৪ জন শিক্ষক পাঠদান করাচ্ছেন, রয়েছেন ৩ জন স্টাফ। শিক্ষার্থী প্রায় ২৫০ জন।
ষষ্ট শ্রেণির পরিমার্জিত শিক্ষাক্রমের উপযোগিতা যাচাই কার্য়ক্রম সুষ্টুভাবে পরিচালনা ও বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কার্যক্রম পরিচালনার বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, নতুন কারিকুলামের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে ক্রমান্বয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ২০২২ সালে ষষ্ট শ্রেণিতে যারা ভর্তি হবে তারা এ কার্যক্রমের আওতায় সুযোগ-সুবিধা পাবে। তাদেরকে জেডিসি পরীক্ষায় তারা অংশ নিতে হবে নেবে না। ক্লাসের মেধা মূল্যালয়ে তারা উর্ত্তীণ হবে। শিক্ষার্থীদের উন্নত শিক্ষাগ্রহণে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানের অফিসে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করতে হবে।
এস এ/বি এন-১০