সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২১
০৫:৩৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২১
০৬:১৭ পূর্বাহ্ন
ভোলাগঞ্জে কম্বল বিতরণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেটের সভানেত্রী মাহফুজা শারমিন।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট জেলা শাখার উদ্যোগে কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ পুলিশ ক্যাম্প প্রাঙ্গনে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
![]()
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সহধর্মিনী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেটের সভানেত্রী মাহফুজা শারমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুনাক সিলেটের সহ-সভাপতি ও সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজালের সহধর্মিনী মোসা. মোসফিকা হোসেনসহ গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
অনুষ্ঠানে সভানেত্রী তার বক্তব্যে বলেন আমাদের সমাজে যারা সামর্থ্যবান আছেন তারা একটু এগিয়ে আসলে এই শীতে মেহনতি মানুষের কষ্ট লাগব হবে। পরে হতদরিদ্র মানুষের মাঝে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এএন/০৪