হরিপুর বাজার ব্যবসায়ী নির্বাচন আজ

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ২৫, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৫, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন



হরিপুর বাজার ব্যবসায়ী নির্বাচন আজ

উত্তরপূর্ব সিলেটের ঐতিহ্যবাহী বাজার সমিতির নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ৷ 

শনিবার (২৫ ডিসেম্বর) ফতেপুর ইউনিয়ন পরিষদ মাঠে সকাল  ৯টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ প্রক্রিয়া বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত  চলবে ৷

৮টি পদে ১৫জন প্রার্থী অংশ গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে ৷ ৮শত ৫৩ জন ভোটার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ প্রধান নির্বাচন কমিশনার হিসাবে হরিপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাজির আলী সরকার এবং নির্বাচন পরিচালনার প্রধান সচিব হিসাবে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ দায়িত্ব পালন করছেন ৷

নির্বাচন পরিচালনার সচিব জাকারিয়া মাহমুদ জানান, ঐতিহ্যপূর্ণ এবং উপজেলা সবচেয়ে বড় বাজার হল হরিপুর বাজার, বাজারের ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১হাজারের উপর রয়েছে ৷ তারমধ্যে ভোটার প্রায় ৮ শত ৫৩জন৷

সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে টানা ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৷ আমরা আশাবাদি ভোট বাছাই ও গণনা শেষে রাত ১০টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে ৷ 

ইতোমধ্যে উপজেলার রাজনীতিবিদ, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যানগণ নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণব্যবস্থা পরিদর্শন করছেন ৷ 

আর কে/বি এন-০৪