ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোয়ালা বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোয়ালাবাজারে করনসীগ্রামে ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে উক্ত মতবিনিময় সভা আয়োজিত হয়।
সমাজসেবক সৈয়দ আনোয়ার আলীর সভাপতিত্বে ও যুবনেতা সৈয়দ শাহজানান আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, গোয়ালাবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, আব্দুল মতিন ময়না মিয়া, তাজিদ বক্স লিমন, মাওলানা আবুল বাশার, তাজিদ খান, মাওলানা জালালী আহমদ, গয়াস মিয়া, শিপু চৌধুরী, মনির মিয়া, ইউপি সদস্য সৈয়দ জাহান আলী, মো. সাইদুল রহমান, হারুন মিয়া।
এসময় গোয়ালাবাজারে ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
চেযারম্যান প্রার্থী আতাউর রহমান মানিক তার বক্তব্যে বলেন, গত দুইবার নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আমিও চেষ্টা করেছি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সার্বিক উন্নত করার। দশ বছর আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি তাতে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। তাই তো সবার সমর্থনে এবারও নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি ৩১ জানুয়ারির নির্বাচনে আপনাদের সবার সহযোগিতায় চেয়ারম্যান হয়ে ইউনিয়নের জন্য আরও বেশি কাজ করতে পারব।
ইউডি/আরসি-০২