ওসমানীনগরে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবার্ষিকী পালিত

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ২৬, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন



ওসমানীনগরে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবার্ষিকী পালিত

সিলেটের ওসমানীনগরে বিজয়ের ৫০ বছর ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ওসমানীনগরের নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। 

ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ ও নুরমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, আতাউর রহমানের সভাপতিত্বে ও জুয়েল আহমদ নুরের উপস্থাপনায় অনু্ষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ শাহীন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু, সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সিলেট ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা আ. লীগের সহ-সভাপতি মকবুল আলী, নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় দেব। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন, সদস্য জুবায়ের আহমদ শাহীন, প্রবাসী কমিউনিটি নেতা ফেরদৌস কবির টিপু, ফ্রান্স আ’লীগের সাহিত্য প্রকাশনা সম্পাদক নজির কামালী, আ’লীগ নেতা সংকর দেব, লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি শেখ আব্দুস সহিদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ফজলু মিয়া,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবার হোসেন মস্তান, কৃষক লীগের সদস্য সচিব সালাদ্দিন, বিশ্বনাথ উপজেলা আ. লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ উপজেলা যুবলীগের সদস্য রুহেল আহমদ প্রমুখ।

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান ঘিরে দিনব্যাপী উপজেলার তাজপুর ইউনিয়নের নূর মিয়া বালিকা উচ্চা বিদ্যালয়ে আয়োজিয়ত অুনষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অবদানে লাল সবুজের যে পতাকা আমরা পেয়েছি সে পতাকার সম্মান অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলার সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে দিন রাত কাজ করে যাচ্ছেন। জননেত্রীর সাহসী নেত্রীতে আজ দেশ বিশ্বের কাছে রোল মডেল। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবো এবং দেশকে এগিয়ে নিতে কাজ করবো। 

এসময় প্রয়াত সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ওমানীনগরের কৃতি সন্তান অ্যাডভোকেট লৎফুর রহমানকেও স্মরণ করেন তিনি।

ইউডি/আরসি-০৩