গোলাপগঞ্জে ১০ ইউপিতে ভোটগ্রহণ শুরু

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২৬, ২০২১
০৪:১৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২১
০৪:১৮ অপরাহ্ন



গোলাপগঞ্জে ১০ ইউপিতে ভোটগ্রহণ শুরু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে । আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নিরবিচ্ছিন্ন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ ।

উপজেলায় ১০ টি ইউনিয়নে ১০৮টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৫৮১টি কক্ষে ভোটারারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই ভোটার উপস্থিতি আশাবাঞ্জক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের ব্যাপক উপস্থিতি। নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা  বিরাজ করছে ।

জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাড়ে ৪ শতাধিক সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত সাধারণ সদস্য (নারী) ৯৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, নির্বাচনের নিরাপত্তায় বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনের সার্বিক নিরাপত্তা বিধানে ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২লক্ষ ১৫ হাজার ৮শত ৭৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৫৩৪ জন, এবং নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৩৩৪জন রয়েছেন। ১০ টি ইউনিয়নে ১০৮টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন ।

নির্বাচনে সংবাদ সংগ্রহ কাজে ব্যস্ত হলি সিলেটের নির্বাহী সম্পাদক জহিরুল ইসলাম জানান, নির্বাচনে ভোট দানে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে ।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত নিরবিচ্ছন্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় ৫জন ম্যাজিস্ট্রেট, ৬৭৫জন পুলিশ ও ১৬৮৩ জন আনসার দায়িত্ব পালন করছে। এছাড়াও বিজিবি ও র‌্যাবের তিনটি করে দল মাঠে আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১১ টি ইউনিয়নের মধ্যে বুধবারিবাজার ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত রয়েছে। 

এফএম/আরসি-০৫