রাজনগরের একটি কেন্দ্রের ভোট শুরু হয় আধ ঘণ্টা দেরিতে

রাজনগর প্রতিনিধি


ডিসেম্বর ২৬, ২০২১
০৪:৫২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২১
০৪:৫২ পূর্বাহ্ন



রাজনগরের একটি কেন্দ্রের ভোট শুরু হয় আধ ঘণ্টা দেরিতে

মৌলভীবাজার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ইটা চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় আধা ঘন্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে সাড়ে ৮টায়। এ নিয়ে সাধারণ ভোটার ও প্রার্থীদের এজেন্টরা হট্টগোল করলেও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হয়। কিন্তু ইটা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট উদনা চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চলে যায়।

বিষয়টি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফ রিটার্নিং কর্মকর্তাকে জানালে উদনা চা বাগান কেন্দ্র থেকে ইটা চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঠানো হয়। পরে সাড়ে ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়।

ইটা চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফ জানান, ভুলক্রমে আমার কেন্দ্রের ব্যালট উদনা চা বাগান কেন্দ্রে চলে যায়। পরে বিষয়টি সুরাহা হয়েছে। একটু দেরিতে ভোট শুরু হলেও বিকাল ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।

এসএফয়ার/আরসি-০৮