সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২১
০৯:৪০ অপরাহ্ন
ভারতের গণটিকাদান কর্মসূচিতে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে দেশটির ঔষধ ও টিকাপ্রস্তুতকারী কোম্পানি ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার এক ঘোষণায় বলেছিলেন, আগামী ৩ জানুয়ারি থেকে ভারতের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাদান কর্মসূচি শুরু হবে। ওইদিনই দেশটির কেন্দ্রীয় । ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া(ডিসিজিআই) এই অনুমোদন দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন।
এর আগে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনস্ত নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনে (সিডিএসসিও) ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর পরিচালনা করা মেডিকেল ট্রায়ালের তথ্য জমা দিয়েছিল ভারত বায়োটেক। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যাবহার বিষয়ক ছাড়পত্রের আবেদনও করেছিল কোম্পানি কর্তৃপক্ষ।
মেডিকেল ট্রায়ালের তথ্য পর্যালোচনা করে ডিসিজিআইকে ভারত বায়োটেকের পক্ষে সুপারিশ করে সিডিএসসিওর বিশেষজ্ঞ দল সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)। সেই সুপারিশ আমলে নিয়েই শনিবার কোভ্যাক্সিনকে অপ্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
ভারত বায়োটেককে দেওয়া এক চিঠিতে এ বিষয়ে ডিসিজিআইয়ের পক্ষ থেকে বলা হয়, ‘বিশেষজ্ঞ কমিটি যে সুপারিশ করেছে, তা আমলে নিয়েই ১৪ ও ১৮ বছর বয়সীদের টিকাদান কর্মসূচিতে এটি টিকাটি ব্যবহারের ছাড়পত্র দেওয়া হলো।’
ডিসিজিআই অনুমোদন দেওয়ার পর এক বিবৃতিতে ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়,‘কোভ্যাক্সিন টিকা এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডোজের পরিমাণ যেমন থাকে, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও তা তেমনই থাকে। অর্থাৎ বয়সভেদে ডোজের হেরফের করার প্রয়োজন পড়ে না।’
‘তাছাড়া এই টিকাটি যে যথেষ্ট নিরাপদ ও কার্যকর- তা ইতোমধ্যে প্রমাণিত।’
বি এন-০৬