সিলেটে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৭, ২০২১
১২:০৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
১২:০৩ পূর্বাহ্ন



সিলেটে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সিলেটে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন ভোট গণনা চলছে।

সিলেটের ২ উপজেলার ২১ ইউনিয়নে হয় ভোটগ্রহন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচেপড়া ভিড়। বিশেষত নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান করেছেন ভোটাররা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সিলেটের ২ উপজেলার আজ ২১টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এগুলো হলো গোলাপগঞ্জ উপজেলার বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ি, লক্ষ্মীপাশা, বুধবারিবাজার, ঢাকা দক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা, শরীফগঞ্জ ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া, লাওতা ইউনিয়ন।

গোলাপগঞ্জের ১১ ইউনিয়নে ৯৯ কেন্দ্রে ৫৪২ বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৮৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউপির ৯৫ কেন্দ্রে ৪২৫ বুথে ভোট গ্রহণ করা হয়। এ উপজেলায় ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৫ এবং সাধারণ সদস্য পদে ৩৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরসি-১০