নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে উত্তেজনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসির সংঘর্ষ হয়েছে।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর উত্তর ভাদেশ্বর ইউনিয়নে ভোটকেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে।
ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রাত ৮টার দিকে ইউনিয়নের ফতেহপুরে এ সংঘর্ষ শুরু হয়। এসময় মাইকিং করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াতে গ্রামবাসীকে বলা হয়।
রাত ৯টা পর্যন্ত শেষ খবর পাওয়া সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও বইটিকরের দুপাশে সিলেট-বিয়ানীবাজার সড়কে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১১ টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন কেটে দেন।
আরসি-১৩